- 15 November, 2023
- 0 Comment(s)
- 42 view(s)
- APDR
অবস্থান বিক্ষোভ | ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়
- দণ্ডসংহিতা বিল সহ নয়া ফৌজদারী আইনের তিন বিল প্রত্যাহারের দাবিতে
- দেশ জুড়ে মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মী সাংবাদিক ও সমাজকর্মীদের উপর দমন-পীড়ন বন্ধের দাবিতে
- উড়িষ্যা, ছত্রিশগড় সহ সারাদেশে উন্নয়নের নামে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে ব্যাপক রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে
- কল্পনা মাইতি, ঠাকুরমনি মুর্মু, সাই বাবা, প্রশান্ত রাহি, অমিতাভ বাগচী, জয়িতা দাস, রোনা উইলসন, সোমা সেন, উমর খালিদ সহ সমস্ত রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে
অবস্থান বিক্ষোভ
২৩ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত , ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়