- 01 March, 2024
- 0 Comment(s)
- 281 view(s)
- APDR
প্রেস বিজ্ঞপ্তি | ১ | ৩ | ২০২৪ | জুবি সাহার গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি
Association for Protection Of Democratic Rights( APDR)
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি
১৮ মদন বড়াল লেন
কলকাতা:৭০০০১২
প্রেস বিজ্ঞপ্তি
জুবি সাহার গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি
নাতাশা খানের ফেসবুক লাইভ থেকে জানা গেল মিড-ডে মিল কর্মী ইউনিয়নের (আম্মা)-র অন্যতম সংগঠক জুবি সাহাকে নিউটাউন থেকে আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে সন্দেশখালির কোন একটি মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। অথচ নাতাশা খান জানাচ্ছে, জুবি সাহা গত দুই মাসের মধ্যে একদিনের জন্যও সন্দেশখালি যায়নি। এপিডিআর জুবি সাহার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে জুবি সাহার নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছে।
আপনাদের স্মরণ থাকতে পারে রাজ্যে বেশ কিছুদিন ধরে মিড-ডে মিল কর্মীরা মজুরি বৃদ্ধির দাবীতে আন্দোলন করছে। আন্দোলনের চাপে সরকার সম্প্রতি কিছুটা বেতন বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। কিন্তু মিড-ডে মিল কর্মীদের আন্দোলন তাতে বন্ধ হয়নি। এপিডিআর মনে করে, সন্দেশখালির ঘটনাবলীকে সামনে রেখে সরকার জুবিকে গ্রেপ্তার করে এই আন্দোলন ধ্বংস করতে চাইছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া, যুবি সাহা আইএসএফ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যারা রাজ্যের শাসকদলের প্রতিদ্বন্দ্বী। এটাও তাঁর গ্রেপ্তারের কারণ হতে পারে বলে ধারণা করছেন তার সহকর্মীরা। ভোটের আগে সাজানো অভিযোগে বিরোধীদের কর্মীকে গ্রেপ্তারও নিন্দনীয় ও অন্যায়।
এছাড়া গতকাল বিকেল থেকে পুলিশ যেভাবে নাতাশা খানের ফ্ল্যাট ও গোটা আবাসন অবরুদ্ধ করে রেখেছে তা চরম নিন্দনীয়। আইনসন্মত আদেশছাড়া জবরদস্তি কারও বাড়িতে ঢোকা যায় না। পুলিশ লাগাতার সেই চেষ্টা করে গেছে। যেন পুরো মগের মুলুক! এভাবে মানুষের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নেওয়া স্বৈরতান্ত্রিক পদক্ষেপ। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ক্রমশই পুলিশ রাষ্ট্রে পরিনত করেছে।রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, এসব বে -আইনি কাজের সঙ্গে যুক্ত পুলিশদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বন্ধ করতে হবে এসব অন্যায়, অগণতান্ত্রিক আচরণ।
রঞ্জিত শূর,
সাধারণ সম্পাদক,
এপিডিআর।
০১/০৩/২৪