- 04 October, 2021
- 0 Comment(s)
- 762 view(s)
- APDR
লখিমপুর হত্যাকাণ্ড: যোগীরাজের বীভৎস কুকীর্তি
গতকাল লখিমপুর খেরিতে মোটরগাড়ি চাপা দিয়ে যেভাবে ৪জন আন্দোলনকারী কৃষককে হত্যা করলো এক মন্ত্রীপুত্র তা যোগীজীর অপশাসনের আরেকটি বীভৎস নজির হল৷ এই ঘটনায় মৃত মোট ৮ জন যা চাপতে ঘটনাস্থলে কাউকেই যেতে দিচ্ছে না তার প্রশাসন৷ এই ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের কোন সরকারি ঘোষণাও নেই৷ দুঃখ প্রকাশ করেই দায় এড়াতে চান মুখ্যমন্ত্রী৷ তার রাজ্যে অনেক আগে থেকেই গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষবৎ পরিত্যাজ্য ও পরিত্যাক্ত বিষয়৷ এবং তাতে কেন্দ্রীয় সরকারের নীরব মদত রয়েছে৷
এই ঘটনার তীব্র নিন্দা করছে এপিডিআর; একইসাথে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নিহতদের পরিবারদের জন্যও পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করছে৷ এপিডিআর জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অই ঘটনায় হস্তক্ষেপ দাবিও করছে৷
চলমান কৃষক বিক্ষোভ ও আন্দোলন ভাঙ্গতে কেন্দ্রীয় মন্ত্রীরা যেসব উস্কানিমূলক মন্তব্য করছে এবং দমন-পীড়নে ঢালাও লাইসেন্স দিয়ে রেখেছে তার জন্যই কালকের জঘণ্যতম ঘটনাটি ঘটলো বলে মনে করে এপিডিআর৷
ধীরাজ সেনগুপ্ত
সম্পাদক, এপিডিআর।