- 20 February, 2024
- 0 Comment(s)
- 386 view(s)
- APDR
প্রেস বিজ্ঞপ্তি | ২০।২।২০২৪ | রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে সন্দেশখালি থেকে গ্রেপ্তারের প্রতিবাদ
Association For Protection Of Democratic Rights( APDR)
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)
১৮ মদন বড়াল লেন,
কলকাতা:৭০০০১২
প্রেস বিজ্ঞপ্তি
রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক সন্তু পান'কে সন্দেশখালি থেকে বুম হাতে লাইভ কভারেজ চলাকালীন গ্রেপ্তার করা হয়েছে। এপিডিআর এই গ্রেপ্তারির তীব্র নিন্দা জানাচ্ছে। জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, কোন এক মহিলাকে না জানিয়ে তার ঘরে ঢুকে ছবি তোলার বা ছবি তোলার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ঐসব অভিযোগে তাঁকে ঐ মূহুর্তেই গ্রেপ্তারের কেন প্রয়োজন হলো তার কোন বিশ্বাসযোগ্য কারণ খুঁজে পাওয়া গেল না। সারারাত তাঁকে সন্দেশখালি থানায় আটক রাখা হয়েছে।
রিপাবলিক বাংলার সাংবাদিকতা নিয়ে আমাদের তীব্র সমালোচনা আছে। কিন্তু ওই চ্যানেলের এক সাংবাদিককে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা চরম নিন্দনীয়। আমরা সাংবাদিক সন্তু পানের মুক্তি দাবি করছি। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আইনানুগ তদন্ত হোক। কিন্তু যে ভাবে তাকে একটুও সময় না দিয়ে লাইভ চলাকালীন টেনে হিঁচড়ে পুলিশের গাড়ীতে তোলা হয়েছে তা খুবই ধিক্কার যোগ্য।
কিছুদিন আগেই শাসকের অপছন্দের খবর লেখার জন্য খড়গপুরের সাংবাদিক দেবমাল্য বাগচিকে জেলে পোরা হয়েছিল। রিপাবলিক বাংলার সাংবাদিককেও যে অপছন্দের খবর করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে তাতে কোন সন্দেহ নেই। এটা মানা যায় না।
এটা নিশ্চিতভাবে বলা যায়, রাজ্য সরকার এভাবে গ্রেপ্তার করে সামগ্রিকভাবে সাংবাদিকদের ভয় দেখাতে চাইছে। সরকার বিরোধী খবর করা থেকে বিরত করতে চাইছে। হাথরাসে খবর সংগ্রহে যাওয়ার পথে সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে গ্রেপ্তার করে জেলে পুরেছিল উত্তর প্রদেশের যোগী সরকার। সন্তু পানের গ্রেপ্তার তারই একটা অন্যরূপ। এপিডিআর এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং ধৃত সাংবাদিকের মুক্তি দাবি করছে।
রঞ্জিত শূর,
সাধারণ সম্পাদক,
এপিডিআর।
২০/০২/২৪: