- 11 March, 2024
- 0 Comment(s)
- 669 view(s)
- APDR
প্রেস বিবৃতি : জনস্বার্থে বন্ধ কারখানার খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দিতে হবে
Association For Protection Democratic Rights(APDR)
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)
১৮ মদন বড়াল লেন,
কলকাতা:৭০০০১২
প্রেস বিবৃতি :
বেলুড় শ্রমজীবী হাসপাতাল দীর্ঘদিন যাবত সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে । জায়গার অভাবে শ্রমজীবী বহু বিভাগ খুলতে পারছে না। বেলুড় ইন্দো জাপান কারখানা এবং গ্র্যান্ড স্মিথি কারখানা উঠে যাওয়ার পর আইনত ওই জমি সরকারের। শ্রমজীবী ২০১০ সালে বাম সরকারের কাছে, পরে ২০১১ সালে বর্তমান সরকারের কাছে আবেদন করে ওই সরকারি খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দেওয়ার জন্য। ঐ জমিতে শ্রমজীবী একটি ৩০০বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবে।
১৯৯৭ সাল থেকেই প্রোমোটার ওই জমি গ্রাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । সরকারি ভূমি দপ্তরের আমলারা প্রোমোটারকে মদত দিয়ে যাচ্ছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রাথমিক পরামর্শ সরকার যাতে একটা অংশে শ্রমজীবী হাসপাতালের সাথে দীর্ঘকালীন পরিকল্পনার প্রস্তুতি নেয়। কিন্তু ভূমি দফতর এব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং বাকি জমি প্রোমোটারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। সারা দেশে কর্পোরেটের হাতে এবং স্থানীয় স্তরে জমি মাফিয়াদের হাতে জমি তুলে দেওয়ার এই জনবিরোধী পরিকল্পনাকে APDR নিন্দা করছে এবং সাধারণ মানুষের স্বার্থে সরকারি /খাসজমি ব্যবহারের লক্ষ্যে অবিলম্বে বেলুড় শ্রমজীবী হাসপাতালের হাতে ওই জমি হস্তান্তরের দাবি জানাচ্ছে।
বেলুড়ে এই দাবীতে গড়ে ওঠা আন্দোলনকেও এপিডিআর পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানাচ্ছে।
রঞ্জিত শূর,
সাধারণ সম্পাদক,
এপিডিআর।
11/03/24