- 29 August, 2024
- 0 Comment(s)
- 289 view(s)
- APDR
প্রেস বিবৃতি - ২৮।৮।২০২৪ : আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা এবং অপরাধীর ফাঁসীর দাবি প্রসঙ্গে
Association For Protection of Democratic Rights (APDR)
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি
১৮ মদন বড়াল লেন,
কলকাতা:৭০০০১২
প্রেস বিবৃতি
এপিডিআর নীতিগত ভাবেই মৃত্যুদন্ডের বিরোধী। নির্ভয়া কান্ডের পর ভার্মা কমিটিও ধর্ষণ ও হত্যার জন্য মৃত্যুদন্ডের দাবি মেনে নেয়নি। বলেছে, এটা মেনে নেওয়া মানে সমাজকে পশ্চাদমুখী করা। দেশের আইন কমিশনও সারা পৃথিবীর অভিজ্ঞতা সার সংকলন করে বলেছে, মৃত্যুদন্ড ধর্ষণ কমায় না। আমাদের দেশের অভিজ্ঞতাও বলছে, নির্ভয়া কান্ডে অপরাধী ঘোষিতদের ফাঁসি দেওয়া হলেও এদেশে ধর্ষণ কমেনি। এরাজ্যে ধনঞ্জয়ের ফাঁসিও ধর্ষণ কমাতে কোন সাহায্য করেনি।
আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দোপাধ্যায়ের ফাঁসি দেওয়ার দাবী বা নতুন আইন আনার ঘোষণাকে উদ্দেশ্যমূলক বলে মনে করছি। আরজিকর কান্ডে দোষীদের আড়াল করার, প্রমান বিলোপের অপরাধকে আড়াল করে মানুষকে, আন্দোলনকে বিপথগামী করতে চাইছে। নিজেদের অপরাধকে ঢাকার জন্য গণ-হিষ্টিরিয়া তৈরি করতে চাইছে। আমরা তাঁদের এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এধরণের অপচেষ্টা থেকে বিরত থাকার দাবি জানাচ্ছি।
অবিলম্বে আরজিকর কান্ডে সকল অপরাধীর গ্রেপ্তার ও আইনানুগ বিচার ও শাস্তি দাবি করছি।
রঞ্জিত শূর,
সাধারণ সম্পাদক,
এপিডিআর।
২৮/০৮/২৪