- 25 October, 2024
- 0 Comment(s)
- 46 view(s)
- APDR
প্রেস বিবৃতি : ২৬ অক্টোবর ২০২৪ এ পি ডি আর হুগলি জেলা কমিটি আয়োজিত গণ কনভেনশন স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পর্কিত ঘোষণা
প্রেস বিবৃতি
গত ৮ ও ৯ আগস্ট ২০২৪ মধ্যরাতে কলকাতার আর জি কর মেডিকাল কলেজে তরুণী ডাক্তারকে নৃশংস অত্যাচার ও হত্যার বিরুদ্ধে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা ও সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে নিজেদের সুরক্ষা এবং মর্যাদার দাবীতে নারীদের 'রাত দখল' আন্দোলন। গত দু মাসেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের এই জনজাগরণ নানা কারণে ব্যতিক্রমী এবং অভূতপূর্ব। ক্রমশঃ এক প্রাতিষ্ঠানিক অপরাধের ন্যয়বিচারের দাবি যুক্তিযুক্তভাবে প্রসারিত হয়েছে বৃহত্তর পরিপ্রেক্ষিতে - দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবার জন্য ১০ দফা দাবিতে। জুনিয়ার ডাক্তাররা ১৭ দিনের ঐতিহাসিক অনশন আন্দোলনে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থাকে সাধারণ মানুষের সামনে তুলে আনতে সক্ষম হয়েছেন। "অভয়া"র মৃত্যুর প্রকৃত তদন্ত এবং বিচার চাই - এই দাবির সঙ্গে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ভয়ংকর দুর্নীতি, হুমকি সংস্কৃতি(threat culture) এবং ষড়যন্ত্রকারী পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন গণসংগঠনও এই প্রতিবাদ আন্দোলনে একাত্ম হয়ে প্রতিবাদ জানিয়েছেন বা জানাচ্ছেন।
এই পরিপ্রেক্ষিতে এ পি ডি আর, হুগলি জেলা কমিটি ২৬ শে অক্টোবর ২০২৪ এ "তিলোত্তমার মর্মান্তিক মৃত্যু, জন সমাজের আন্দোলন এবং নাগরিক সমাজের দায়িত্ব" শীর্ষক এক গণ কনভেনশনের আয়োজন করেছিল রিষড়ার দাঁ বাড়িতে। হল কর্তৃপক্ষ (দাঁ বাড়ি) গণ কনভেনশনের জন্য হলটিকে ব্যবহার করার জন্য অনুমতি দেবার পরেও মাত্র একদিন আগে, আজ (২৫.১০.২০২৪) অনুমতি প্রত্যাহার করলেন। প্রত্যাহারের যে কারণ তারা জানালেন তা প্রকারান্তরে শাসকদলের হুমকি-সংস্কৃতি (threat culture) বলে আমাদের বিশ্বাস। বোঝাই যাচ্ছে যে অলক্ষ্যে থেকে শাসক দল হল কর্তৃপক্ষকে বাধ্য করেছে আমাদের গণ কনভেনশনের জন্য হলটিকে ব্যবহার করতে না দেওয়ার জন্য।
এই পরিস্থিতিতে আমরা গণ কনভেনশন স্থগিত রাখতে বাধ্য হচ্ছি।
এই ঘৃণ্য ও অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে এ পি ডি আর, হুগলি জেলা কমিটি তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
গত দু'মাসেরও বেশি সময় ধরে বাংলার বুকে চলমান প্রতিবাদ আন্দোলনকে নানাভাবে দমন করার চেষ্টা চলছে। কোথাও শাসকদল নির্লজ্জভাবে হুমকি দিয়ে, কোথাও পুলিশী হস্তক্ষেপে প্রতিবাদীদের গ্রেপ্তার করে, আন্দোলনের কণ্ঠরোধ করা হচ্ছে। বেহালা, কোচবিহার, নৈহাটি, দক্ষিণ কলকাতার সঙ্গে সম্প্রতি যুক্ত হল রিষড়া। নিঃসন্দেহে, দেশের মতো, রাজ্যেও এক 'নির্বাচিত একনায়কতন্ত্র' প্রতিষ্ঠার পদধ্বনি শোনা যাচ্ছে।
শাসকদলের এই স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এ পি ডি আর হুগলি জেলার পক্ষ থেকে আগামী ২৬ অক্টোবর ২০২৪ বিকেল ৫ টায় রিষড়া চারবাতি মোড়ে একটি পথসভার আয়োজন করেছে। সমস্ত গণতান্ত্রিক ও প্রতিবাদী মানুষদের এই পথসভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
এপিডিআর, হুগলি জেলা কমিটির পক্ষে
কমল দত্ত
সম্পাদক