• 23 October, 2019
  • 1 Comment(s)
  • 1491 view(s)
  • APDR

ভাটপাড়া-কাঁ‌কিনাড়া-জগদ্দল: মানবতার অবমাননার চূড়ান্ত নিদর্শন



গত মে মা‌সে, লোকসভা ভো‌টের পর, উত্তর চ‌ব্বিশ পরগণার ভাটপাড়া, কাঁ‌কিনাড়া, জগদ্দ‌ল অঞ্চ‌লে সাম্প্রদা‌য়িক শ‌ক্তির উস্কা‌নি‌তে উত্তপ্ত প‌রি‌স্থি‌তি তৈরী হলে আমরা, এপি‌ডিআর-এর কর্মীরা, কেন্দ্রীয়ভা‌বে তথ্যানুসন্ধানী দল তৈরী ক‌রে আক্রান্ত অঞ্চ‌লে যাই, এ ছাড়াও আমা‌দের সংগঠ‌ন এপি‌ডিআর-এর নৈহা‌টি-জগদ্দল ও বীজপুর শাখার স্থানীয় সাথীরাও প্র‌তি‌নিয়ত আক্রান্ত মানু‌ষের স‌ঙ্গে যোগা‌যোগ রে‌খে‌ছেন, আক্রান্ত‌দের পা‌শে থাকার চেষ্টা ক‌রে‌ছেন। এপি‌ডিআর কর্মী‌দের কেন্দ্রীয় তথ্যানুসন্ধানী দ‌লের রি‌পোর্ট, এলাকা‌ভি‌ত্তিক আক্রান্ত মানুষ‌দের নাম ও ক্ষয়ক্ষ‌তির প্রাথ‌মিক বিবরণ ইত্যা‌দি নি‌য়ে তৈরী হ‌য়ে‌ছে এপি‌ডিআর-এর সাম্প্র‌তিক প্রকাশনা 'ভাটপাড়া-কাঁ‌কিনাড়া-জগদ্দল: মানবতার অবমাননার চূড়ান্ত নিদর্শন'। এই সংকল‌নের ছাপা দাম ধার্য করা হ‌য়ে‌ছে চ‌ল্লিশ টাকা। সংগ্র‌হে আগ্রহী সাথীরা জানা‌বেন।




Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us