• 23 October, 2019
  • 1 Comment(s)
  • 1111 view(s)
  • লিখেছেন : APDR

ভাটপাড়া-কাঁ‌কিনাড়া-জগদ্দল: মানবতার অবমাননার চূড়ান্ত নিদর্শন



গত মে মা‌সে, লোকসভা ভো‌টের পর, উত্তর চ‌ব্বিশ পরগণার ভাটপাড়া, কাঁ‌কিনাড়া, জগদ্দ‌ল অঞ্চ‌লে সাম্প্রদা‌য়িক শ‌ক্তির উস্কা‌নি‌তে উত্তপ্ত প‌রি‌স্থি‌তি তৈরী হলে আমরা, এপি‌ডিআর-এর কর্মীরা, কেন্দ্রীয়ভা‌বে তথ্যানুসন্ধানী দল তৈরী ক‌রে আক্রান্ত অঞ্চ‌লে যাই, এ ছাড়াও আমা‌দের সংগঠ‌ন এপি‌ডিআর-এর নৈহা‌টি-জগদ্দল ও বীজপুর শাখার স্থানীয় সাথীরাও প্র‌তি‌নিয়ত আক্রান্ত মানু‌ষের স‌ঙ্গে যোগা‌যোগ রে‌খে‌ছেন, আক্রান্ত‌দের পা‌শে থাকার চেষ্টা ক‌রে‌ছেন। এপি‌ডিআর কর্মী‌দের কেন্দ্রীয় তথ্যানুসন্ধানী দ‌লের রি‌পোর্ট, এলাকা‌ভি‌ত্তিক আক্রান্ত মানুষ‌দের নাম ও ক্ষয়ক্ষ‌তির প্রাথ‌মিক বিবরণ ইত্যা‌দি নি‌য়ে তৈরী হ‌য়ে‌ছে এপি‌ডিআর-এর সাম্প্র‌তিক প্রকাশনা 'ভাটপাড়া-কাঁ‌কিনাড়া-জগদ্দল: মানবতার অবমাননার চূড়ান্ত নিদর্শন'। এই সংকল‌নের ছাপা দাম ধার্য করা হ‌য়ে‌ছে চ‌ল্লিশ টাকা। সংগ্র‌হে আগ্রহী সাথীরা জানা‌বেন।



1 Comments

Subhankar Chakrabarty

31 October, 2019

এই সময়ে এমন প্রয়াস খুব প্রয়োজনীয়। আমি ইতিমধ্যেই এটি সংগ্রহ করেছি। কিন্তু এই ধরনের সংকলনের মূল্য আরও কম হলে ভাল হয়। আর ভবিষ্যতে এই বিষয়ে তথ্যচিত্র তৈরি করার কথা ভাবা যায় কি?

Post Comment






Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us