• 06 January, 2020
  • 0 Comment(s)
  • 2798 view(s)
  • APDR

ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জের ঘটনায় এপিডিআর-এর প্রেস বিবৃতি



রাজ্য সরকার ক্রমশই কথার সাথে কাজের অমিল দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে ছাত্রছাত্রীদের আন্দোলন করতে বলেছেন। অথচ তাঁর সরকারের পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গণতান্ত্রিক মানুষজনের উপর আজ বেধড়ক লাঠি চালাল। গতকাল জেএনইউ-তে হিন্দুধের স্বঘােষিত ধ্বজাধারী গুন্ডারা যে বীভৎস হামলাবাজী করেছে তারা তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বিবেকের তাড়নায়। এটা সচেতন সমাজের গণতান্ত্রিক অধিকার এবং কর্তব্য। অধঃপতিত রাজ্য-পুলিশ আজ সেই আন্দোলনের উপরই লাঠি চালাল। আহত করল অনেককে। এপিডিআর পুলিশের এই আচরণকে তীব্র নিন্দা জানাচ্ছে। দোষী পুলিশের শাস্তি দাবি করছে। এপিডিআর আরও দাবি করছে: মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হওয়ায় তিনি তাঁর দায় স্বীকার করে নিন।

প্রেস বিবৃতি ডাউনলোড করুন।


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us