- 25 June, 2020
- 0 Comment(s)
- 2844 view(s)
- APDR
জরুরি অবস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলন
প্রেস বিবৃতি
কলকাতা: বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২০
১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থা জারি হয়েছিল। আজ ২০২০র ২৫ জুন সেই জরুরি অবস্থা ধারাবাহিক ভাবে চলে আসছে। ১৯৭৫ সালে যা ছিল গণতন্ত্র হত্যার একটি ঘটনা, আজ তা একটি ব্যবস্থায় পরিণত হয়েছে। পঁচাত্তরে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নানা কৌশলে ও প্রকারে সেই ধারাবাহিকতা দেশকে আজ সংবিধানহীনতার মারণ রােগের পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। দেশ আজ কার্যত সংবিধানহীন। তার অক্ষরগুলি রয়ে গেছে, সেগুলিই দেখানাে হচ্ছে, কিন্তু তার মর্মবস্তুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। প্রতিদিন তা ঘটছে বা ঘটানাে হচ্ছে উগ্র জাতীয়তাবােধ, উগ্র দেশপ্রেম, ধর্মীয় কুসংস্কার, বিরােধিতা ও সমালােচনার মুখ বন্ধ করা এবং প্রসা অতিকেন্দ্রিকতা, অসহিষ্ণুতা, ভিন্ন ধর্মের প্রতি বিতৃষ্ণা তৈরি করা, ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার ঠিক করছে সংবাদের সত্যতা ও প্রয়ােজনীয়তা, সব মানুষের অধিকার নিয়ন্ত্রণের মাত্রা ক্রমাগত বাড়িয়েই চলেছে। পঁচাত্তর সালের জরুরি অবস্থার মত বিরােধীদের ধরপাকড় চলছে, দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে এবং এক গভীর ষড়যন্ত্রের মধ্যে দেশকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এখনকার জরুরি অবস্থায় পার্লামেন্টের অনুমােদনের কোনও প্রশ্নই ওঠে না, কারণ সেটি একটি প্রশাসনিক ব্যবস্থায় পরিণত করা হয়েছে।
১৯৭২ সালের ২৫ জুন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-এর প্রতিষ্ঠা দিবস। এপিডিআর এমন সময় তৈরি হয়েছিল যখন গণতান্ত্রিক অধিকারের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছিল, যা আজ গভীর খাদে এসে পড়েছে। এখন গণতান্ত্রিক ব্যবস্থাটাই লােপাট হতে বসেছে। ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ও পদ্ধতিকে ফিরিয়ে আনার দায়দায়িত্ব মাথায় নিয়ে নতুন দিশায় গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলন গড়ে তুলতে হবে।
ধীরাজ সেনগুপ্ত
সাধারণ সম্পাদক, এপিডিআর