- 28 June, 2023
- 0 Comment(s)
- 689 view(s)
- APDR
তথ্য-অনুসন্ধান রিপোর্টিং কর্মশালা - ১৭ জুন শনিবার, ২০২৩
সম্পাদকমন্ডলীর উদ্যোগে ১৭ জুন শনিবার, ২০২৩ ইস্ট লাইব্রেরি হল, শিয়ালদহ-তে অনুষ্ঠিত হয় এপিডিআর সদস্যদের জন্য তথ্য অনুসন্ধান রিপোর্টিং কর্মশালা (Fact-Finding Workshop) । কর্মশালায় ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল
- আমরা কোন্ ঘটনায়, কী ধরনের ঘটনায় তথ্যানুসন্ধানে জোর দেবো
- আজ হাজারো টেলিভিশন চ্যানেল ও ইউটিউব এর যুগ। ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই তথ্য মানুষের চোখের সামনে চলে আসে। তাহলে তথ্যানুসন্ধানে গিয়ে আমরা নতুন কী পাবো? কী পেতে চাইবো? কী খুঁজবো? কোন্ কোন্ দিকটায় জোর দেব?
- তথ্যানুসন্ধানের রিপোর্ট কীভাবে লিখব? লেখার সময় কোন দিকে জোর দেব? যা পেয়েছি তাই লিখব? নাকি নেট ঘেঁটে/ লাইব্রেরি ওয়ার্ক করে লেখাটাকে পুষ্ট করব?
- তথ্যানুসন্ধান হলো। রিপোর্ট লেখা হলো। তারপর? ঐ রিপোর্ট নিয়ে কী করা হবে?
কর্মশালায় প্রারম্ভিক বক্তব্য রাখেন রণজিৎ শূর, সাধারণ সম্পাদক। কর্মশালার মূল আলোচক ছিলেন, বাপি দাশগুপ্ত(চন্দননগর শাখা), দেবাশিস পাল( নৈহাটি- ভাটপাড়া শাখা) এবং দেবাশীস আইচ (সাংবাদিক ও পিইউসিএল (প.ব) এর প্রাক্তন সম্পাদক) । ওয়ার্কশপ কোর্ডিনেটর হিসাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তাপস চক্রবর্তী।