• 11 February, 2021
  • 0 Comment(s)
  • 1469 view(s)
  • APDR

নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারেরে নিন্দা



প্রেস বিবৃতি

কলকাতাঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

 

            বাম ছাত্র-য়ুবদের আজকের নবান্ন অভিযান ঠেকাতে কলকাতা পুলিশ যেভাবে কাঁদানে গ্যাস, জল-কামান ও লাঠির অপব্যবহার করলো তা এক পূর্ব-পরিকল্পিত নৃশংসতার স্বাক্ষর হয়ে রইলো।পূর্বেও অনুরূপ নৃশংসতার মাধ্যমে নবান্ন অভিষান রক্তাত্ব করেছে পুলিশ। গত মঙ্গলবার মহিলাদের জমায়েত গুঁড়িয়ে দিতে পুলিশ পাশবিক ভূমিকা নিয়েছে। শিক্ষকদের দাবি-দাওয়ার সমাবেশ ভাঙ্গতেও পুলিশ একই আচরণ করেছে। 

 

একের পর এক সমাবেশের উপর পুলিশকে এমনই নৃশংস হওয়া রাজনৈতিক নির্দেশ না থাকলে হোত না। কেন মানুষ দলবদ্ধভাবে নবান্নে তাদের কথা বলতে যেতে পারবে না? এ রাজ্যে এটুকু গণতন্ত্রও কি আজ এতই মহার্ঘ হয়েছে যে তা রক্ত ও বিভৎস অত্যাচার সয়ে মানুষকে কিনতে হয়।

 

শান্তিপূ্র্ণ আন্দোলন দমনে ও অবস্থান ভেঙ্গে দিতে বারংবার পুলিশের নৃশংস ভূমিকার প্রতি তীব্র ধিক্কার জানায় এপিডিআর; এবং সরকারর কাছে দাবি করে- রাজ্যবাসীকে তাদের গণতান্ত্রিক ও মানবাধিকার ফিরিয়ে দিন।

ধীরাজ সেনগুপ্ত


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us