- 19 December, 2019
- 0 Comment(s)
- 3070 view(s)
- APDR
প্রতিবাদ দিবসে:প্রেস বিবৃতি
প্রেস বিবৃতি কলকাতা: বৃহস্পতিবার, ১৯ই ডিসেম্বর, ২০১৯আজ দেশ ও বাংলার জন্য কটি ঐতিহাসিক প্রতিবাদের দিন। ভারত নতুন জিজ্ঞাসা নিয়ে। মাথা তুলছে; নতুনভাবে স্বাধীনতার কথা মানুষের মাথায় আসছে। মানুষের মানবিক সত্ত্বা ও মৌলিক স্বাধীনতা দমনের ফলে মানুষ অপরিচিত মানুষের হাত ধরছে দ্বিধা সরিয়ে। লক্ষ্যদেশ এনপিআর-এনআরসি-সিএএ মুখােশের আড়ালে হিন্দুত্ববাদী স্বৈরাচারের উত্থান রুখতে হবে। এই প্রেক্ষাপটে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি পাশবিক আক্রমণের শিকার ; রামচন্দ্র গুহ-র মতাে মানুষের অসভ্য হেনস্থা ও গ্রেপ্তার চরম নিন্দাযযাগ্য। কেন্দ্র ও তার কিছু তাবেদার রাজ্য সরকারের জরুরী অবস্থার দিকে পথ চলার রিহার্সাল শুরু হল আজ। কেউ নিরাপদ নয়; ঐক্যবদ্ধ থাকুন, সতর্ক থাকুন।
ধীরাজ সেনগুপ্ত