• 29 October, 2019
  • 0 Comment(s)
  • 3209 view(s)
  • APDR

প্রসঙ্গ কাশ্মীর এবং নাগরিকপঞ্জি: এ পি ডি আর (পূর্ব কলকাতা শাখা) আয়ােজিত আলােচনা সভা





এ পি ডি আর(পূর্ব কলকাতা শাখা) | আয়ােজিত আলােচনা সভা

২৩শে নভেম্বর, ২০১৯ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা। বেলেঘাটা সুকান্ত মঞ্চ।

বিষয় : কাশ্মীর

আলােচক :

  • অনুরাধা ভাসিন (কাশ্মীর টাইমস)
  • সুশীল খান্না (অবসরপ্রাপ্ত অধ্যাপক,আই আই এম, কলকাতা)
  • বিশ্বজিৎ রায় (সাংবাদিক)
  • তাপস চক্রবর্তী (এ পি ডি আর)
  • পরমজিত সিং (পি ইউ ডি আর, দিল্লী)


বিষয় : নাগরিকপঞ্জি

আলােচক :

  • পার্থপ্রতিম মৈত্র (কলামলেখক)
  • সৌমিত্র দস্তিদার (তথ্যচিত্রকার)
  • সুজাত ভদ্র (এ পি ডি আর)
  • নাসমিন চৌধুরী (সমাজকর্মী, আসাম)



Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us