- 04 May, 2021
- 0 Comment(s)
- 1628 view(s)
- APDR
বদলার রাজনীতি বন্ধ করুন
রাজ্যের নির্বাচন চুকে গেলেও রাজনৈতিক হিংসার বলি হচ্ছেন বহু মানুষ। এ রাজ্যে ক্ষমতার রাজনীতি যে কতটা বিকৃত ও হিংসাত্মক রূপ নিয়েছে তা নগ্নভাবে বেরিয়ে আসছে প্রতিপক্ষকে মারধর, জখম করা, ঘরবাড়ি ভাঙচুর, লুঠপাট, আগুন লাগানাে, নৃশংস ভাবে হত্যা করার মধ্যে দিয়ে। ফলপ্রকাশের পর দু-দিনেই ১৪ জন প্রাণ হারালেন৷ রাজ্যের ভাবমূর্তি আরও কলুষিত হল।
পুলিশ কোথায়? প্রশাসন কোথায়? নির্বাচন কমিশনই বা কোথায় গেল? যারা জয়ী দল তারা কি হিংসার অবাধ লাইসেন্স পেয়ে গেল? এ অবস্থায় স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজিও দায়মুক্ত থাকতে পারেন না।
প্রতিপক্ষকে শিক্ষা দেওয়ার হিংস্র পন্থাকে বেছে নেওয়ার জন্য কিছু নেতা-নেত্রীর উস্কানিমূলক ভাষণ ও আচরণ অনেকাংশেই দায়ী। দায়ী পুলিশ, যারা কর্তব্য ভুলে বাহুবলী রাজনীতির দাস হয়ে আছে। দায়ী ইন্টেলিজেন্সও, যাদের কাছে। খবর এখন থেকেও নেই!
এই হিংসা বন্ধ করার গুরত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে বিজয়ী তৃণমূল দলের প্রধান নেতানেত্রীদের। এটা মানুষের প্রতি তাদের জয়লাভ-জনিত দায় ও কর্তব্য। রাজনীতি হিংসামুক্ত করার ক্ষেত্রে শাসকদলকেই সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে।
এপিডিআর আশা করে হিংসা বন্ধে অবিলম্বে সকলে উপযুক্ত ব্যবস্থা নেবেন, দলীয় কর্মীদের সংযত করবেন।
--ধীরাজ সেনগুপ্ত
সম্পাদক, এপিডিআর।