- 31 July, 2021
- 0 Comment(s)
- 1945 view(s)
- APDR
১১জন ছাত্রছাত্রীর নিঃশর্ত মুক্তি চাই
প্রেস বিজ্ঞপ্তি
গত ২৬শে জুলাই- এ ছাত্রছাত্রী সংগঠন ডিএসও রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছিল। তাদের দাবি ছিল, স্কুল কলেজ খোলা ও ফি মকুব। বাঁকুড়ার কেরানিবাঁধ এলাকায়ও কিছু ছাত্রছাত্রী ঐ দাবীতে আন্দোলনে সামিল হয়েছিল। এটা ছিল তাদের গণতান্ত্রিক অধিকার৷ কোভিডবিধিকে মান্যতা দিয়েই কর্মসূচী পালিত হচ্ছিল বলে জানা গিয়েছে৷
আমরা জেনে বিস্মিত যে স্কুল কলেজ খোলা ও ফি মকুবের দাবীতে আন্দোলনে সামিল হওয়ায় বাঁকুড়া জেলা পুলিশ ডিএসও সংগঠনের ১১ জন ছাত্রছাত্রীকে বিপর্যয় মোকাবিলা আইন ( ডিএম এক্ট) ও আইপিসির বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। ছাত্রছাত্রীদের নির্মমভাবে মারধোর করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে। ২৬ তারিখের ঘটনা। আজও পর্যন্ত ১১ জন ছাত্রছাত্রী জেল বন্দি রয়েছেন। ছাত্রছাত্রীদের আন্দোলন দমনে সরকার ও পুলিশের এরকম প্রতিহিংসামূলক, স্বৈরতান্ত্রিক আচরণ অত্যান্ত নিন্দনীয়। আমরা বাঁকুড়ার প্রশাসন ও পুলিশের এই অমানবিক ও দমনমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মামলা প্রত্যাহার করে ধৃত সমস্ত ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
ছাত্রছাত্রীদের সঙ্গে এধরণের অমানবিক আচরণের জন্য দায়ী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আমরা উদ্বিগ্ন যেভাবে রাজ্যজুড়ে সরকার ও তার পুলিশ আধিকারিকরা ডিএম এক্ট-এর যথেচ্ছ অপব্যবহারে লিপ্ত হচ্ছেন৷ এপিডিআর এই প্রশাসনিক আচরণের তীব্র নিন্দা করছে৷রাজ্য প্রশাসন সর্বক্ষেত্রে গণতন্রের মর্যাদা বজায় রাখবেন আশা করি৷
ধীরাজ সেনগুপ্ত